শেরপু পৌর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে রাজনৈতিক ও সর্বস্তরের জনগণে’র শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য শেরপুর জেলা আ.লীগের সাবেক সভাপতি ৯নং চরমোচারিয়া ইউনিয়ন পরিষদ’র বর্তমান চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ খোরশেদুজ্জামান’র ১ম জানাজা অনুষ্ঠিত হয়েছে। ২য় জানাজা মরহুমের নিজ বাড়ি মতিজাহান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রবীণ রাজনীতিবিদ খোরশেদুজ্জামান’র জানাজায় শেরপুর জেলা আ.লীগ, উপজেলা ও শহর আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন’র নেতৃবৃন্দ, জেলার অন্তর্গত সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়রগণ ও স্থানীয় বিভিন্ন স্তরের সামাজিক সেচ্ছাসেবী ব্যবসায়ী সংগঠনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।