আমার অস্তিত্বের স্বরূপ দেখতে গেলে
সময়ের নাড়ি নক্ষত্র ব্লগ হয়ে যায় ,

ঈশ্বর
যে কাঁটাতারে আত্মাকে ঝুলিয়ে রেখেছে
তা সবসময় রক্তের গ্রুপ নির্ণয় করে ।
যেমন: আমি মুসলিম
তুমি হিন্দু , সে খ্রিস্টান , আরেকজন ইহুদি…

আদম সত্যিই একজন মাংসভোজী ছিলেন
আমরা তার পবিত্র জলের প্রাণ ।

আসো সবাই একমুখী ভাবনাতে
যেখানে হিজল , শাল্মল , তমাল সব গাছ রূপে বাঁচে ।
মাটির ধর্ম আমরা মানতে পারি
আবার বাতাস , পানি বা আকাশের …
তুমি একটা আয়না কিনতে পারো
পবিত্র কোন মানবদেহ থেকে
তবে আমরা মুখোমুখি বসব
নির্জন কোন বাগানে
পাখিরা যেখানে গান গাইবে
ফুল যেখানে গন্ধ ছড়াবে
দুধ যেখানে তৃষ্ণা মেটাবে
বিশ্বাস যেখানে পূর্ণতা পাবে
যেখানে দেখা মিলবে যিশু আর
স্রষ্টার প্রেমের ।
আমাকে আমি খুঁজি !
মুসার বিশ্বাসী কাফেলা আর ইব্রাহিমের বিশ্বাসে ,
তুমি কি সত্য বলতে পারো ?
তবে বলে দাও তোমার অভ্যাসের ভেতরে থাকা
দৃঢ় সত্য
আমরা এক হয়ে যাই ।।