মানিক দত্ত :আপনাদের মাঝে আমি আমার হারানো বাবার স্নেহ, মায়ের স্নেহ খুঁজে পাই। যতদিন বেঁচে থাকবো আপনাদের বুকভরা ভালোবাসা নিয়ে থাকবো। জীবনে আর কিছু চাওয়া নেই আমার। আপনাদের সহযোগিতায় মহান আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছেন। আমার একটা মাত্র কষ্ট এতবড় হয়েছি আমার বাবা মা সেটি দেখে যেতে পারলেন না। আপনাদের মাঝে আমার হারানো বাবা মা’কে খুঁজে পাই। আপনারা আমার বাবা মা’র জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেনো তাদের সকল পাপ গুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আবেগ আপ্লূত হয়ে হাজী সম্মেলনে এমনটাই বলছিলেন সরকার দলীয় হুইপ শেরপুর জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। ১৮ মার্চ শনিবার দুপুরে কামারিয়া ইউনিয়নের বারঘরিয়া আতিউর রহমান মডেল গার্লস ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হাজী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে ২ হাজার ২ শত ৮১ জন হাজীগন সহ জেলা আ’লীগ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দসহ প্রায় ৫ হাজার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় হাজী সম্মেলনে শুভেচ্ছা মূলক বক্তব্য রাখেন, শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ।

সম্মেলনে হুইপ আতিউর রহমান আতিক এমপির বাবা মা আত্মীয় স্বজন পরিবারবর্গসহ দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন শেরপুর মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
দোয়া পরিচালনা শেষে হাজীগণদের সাথে মধ্যান্নভোজে অংশ নেন হুইপ আতিকসহ দলীয় নেতৃবৃন্দ।