স্টাফ রিপোর্টারঃ ১১ নভেম্বর বুধবার সন্ধ্যায় শেরপুর পৌর নিউমার্কেটে আওয়ামী যুলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্তে পৌর আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল পিপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর ভাগিনা শেখ ফজলুল হক মনির হাতে প্রতিষ্ঠিত যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নিতে হবে আমরা সকলে ঐক্যবন্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন তা বিশ্বে প্রশংসিত। অপর দিকে দেশী বিদেশী একটি চক্র আওয়ামীলীগ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। সবাইকে সজাগ থেকে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আবুল কাশেম জিপি হুইপ কন্যা ডা: শারমিন রহমান অমি ও যুবলীগ নেতা হানিফ উদ্দিন। বক্তব্য শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।