বুলবুল আহম্মেদ শেরপুর :শেরপুর সদর উপজেলার ১২নং কামারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান এর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭জানুয়ারী) সন্ধ্যায় সূর্যদী গরুহাটি মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজ্বী লুৎফর রহমান।
সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান এর সমর্থনে ওই আলোচনা সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে নারী পুরুষ অংশ নেন। এছাড়াও যুবসমাজ ও বিভিন্ন ক্লাবের সদস্যরা মিছিল সহকারে ওই সভায় আসেন।
তরুন সমাজসেবক জিয়াউল হক এর সঞ্চালনায় ইউপি সদস্য সামিউল ইসলাম চাইনিস, সংরক্ষিত নারী মেম্বার চমপা বেগম, সাবেক ইউপি সদস্য নূর ইসলাম নূরী, সমাজসেবক ফরিদুল হক মাষ্টার, ফখরুল ইসলাম, আবুল কালাম, আব্দুল লতিফ, রহমান মিয়া, সোলাইমান ইসলাম, নুরুল ইসলাম মাস্টার, আঃ হামিদ মাস্টার, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম দুদু, শাহাজাহান আলী, আঃ ছালাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সেলিম আহম্মেদ, উজ্জল আলমসহ স্থানীয় সমাজসেবক ও মুরুব্বিগণ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় ওই ইউনিয়নের প্রায় ১২শতাধিক মানুষ অংশ নেন। এবং প্রত্যেকেই সারোয়ার জাহানকে হাত উঠিয়ে জোরালো সমর্থন জানান। একইসাথে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপির কাছে সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহানের জন্য নৌকার মনোনয়ন প্রার্থনা করেন।