সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন এর পিতা সাবেক অবিভক্ত ঢাকা জেলার নাজির শেখ মো: রুস্তম আলী এর ৩৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ২৪মে বিকাল ৫টায় উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে মরহুমের ছেলে লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেনের বাড়িতে মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ-সময় মরহুমের বড় ছেলে লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন দেশবাসীর কাছে পিতার রুহের মাগফেরাত ও নিজের শারীরিক সুস্থ্যতার জন্য দোয়া চান।
পরে তোবারক বিতরণ করা হয়। মাহফিল ও দোয়া পরিচালনা করে কংশপুরা জামে মসজিদের ইমাম মাওলানা শরিয়তউল্লার ও মাওলানা জাকির হোসেন।