বুলবুল আহম্মেদ শেরপুর :কেন্দ্রীয় সংগঠনের পক্ষথেকে শেরপুরে শিক্ষাবৃত্তি এককালিন অনুদান কন্যা বিবাহ ও জরুরী চিকিৎসা সাহায্য নগদ অর্থ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি শেরপুর জেলা কমিটির উপস্থিতিতে নগদ অর্থ বিতরন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম।
নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির শেরপুর জেলার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ (অবঃ) মোঃ ইকবাল মিঞা।
পরে শিক্ষাবৃত্তিতে ৫ জনের মাঝে ২৪ হাজার টাকা, এককালিন অনুদান ২২জনের মাঝে ৪৩ হাজার ৪ শত টাকা, জরুরী চিকিৎসা ও কন্যা বিবাহ ৯ জনের মাঝে ৪৩ হাজার ৮ শত টাকা দেওয়া হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়ালিউল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল খায়ের বি এস সি, সহ-সভাপতি সাদেক আলী মাষ্টার, সাধারন সম্পাদক আ. মতিন আজাদ, কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুছ বাচ্চু মাষ্টার, সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গণি উপস্থিত ছিলেন।