ক্রীড়া প্রতিবেদকঃ বাজে বোলিং, ক্যাচ মিস আর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে একটি উইকেটের দেখা পেল বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেঞ্চুরিয়ান করুনারত্নেকে সাজঘরে ফেরালেন অভিষিক্ত টাইগার পেসার শরিফুল ইসলাম। দিমুথ করুনারত্নেকে লিটন দাসের গ্লাভসবন্দি করেছেন অভিষিক্ত শরিফুল ইসলাম।
প্রথম উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৬৩.১ ওভার! গত ম্যাচে ২৪৪ রান করেছিলেন করুনারত্নে; আজ ১৯০ বলে ১৫ চারে ১১৮ রানেই থামলেন।
বাংলাদেশি বোলারদের ধারহীন বোলিং আর একের পর এক ক্যাচ মিস লঙ্কান ওপেনারদের বড় স্কোর করার সুযোগ করে দিয়েছে। ১৬৫ বলে তিন অংক স্পর্শ করেন করুনারত্নে। হাঁকিয়েছেন ১৩টি বাউন্ডারি। অপর ওপেনার লাহিরু থিরিমান্নেও তিন অংকের কাছাকাছি আছেন। ১৯০ বলে তিনি ৮৯* রানে ব্যাট করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ২০৯ রান।