৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে বিএনপির গণমিছিল লিফলেট বিতরন  ও সমাবেশ অনুষ্ঠিত

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে বিএনপির গণমিছিল লিফলেট বিতরন  ও সমাবেশ অনুষ্ঠিত

বুলবুল আহম্মেদ : বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে বিএনপির গণমিছিল লিফলেট বিতরন  ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শেরপুর জেলা বিএনপির ২নং যুগ্ম আহবায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপনে নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল মিছিল ও লিফলেট বিতরণ শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সভায় নব গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো: শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এমকে মুরাদুজ্জামান মুরাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, ঢাকা বারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জিএইচ হাসান মুকুল প্রমুখ।

এর আগে শেরপুর সদরের ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা নাগপাড়া, চকপাঠক, নিউমার্কেট, শহীদ মিনার ও জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক জমায়েত দেন। পরে সকলেই খন্ড খন্ড ভাবে বিএনপির দলীয় কার্যালয়ে আসলে মিছিলটি শহর পদক্ষিনে বের হয়।

এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মুখলেছুর রহমান জীবন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রিপন, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ক্রিসেন্ট,  সাবেক শিশু বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম তুহিন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল মোল্লা, তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা, ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাইদুর ইসলাম সানি, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাসেল, শহর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল শিকদার সহ জেলা বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণমিছিল ও লিফলেট বিতরণে হাজার হাজার জনসাধারণ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কমিটি উপহার দিয়েছেন সে কমিটিকে ‘আমরা স্বাগত জানাই। তবে আওয়ামীলীগের আমলে জেল জুলুমের শিকার, মামলা হামলার স্বীকার এবং দলের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত অনেকেই পদ বঞ্চিত হয়েছেন। তাই তাদের আহ্অবায়ক কমিটিতে ন্তর্ভুক্ত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আবেদন জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *