নিজস্ব প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। ১১ অক্টোবর শনিবার রাত ১১টার দিকে উপজেলার পৌর শহরের সাতানী মথুরাদী রুহুল রাইস মিলের গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয়। পরে রাতেই চাল ভিতরে রেখে গোডাউনটি সিলগালা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান। অসহায়দের জন্য বিতরণকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমাণ চাল জব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করেছে। প্রশ্ন উঠেছে চাল বিতরণের স্বচ্ছতা নিয়ে? স্থানীয়দের দাবী চাল বিতরণের অনিয়মের কারণেই অসাধু চাল ব্যবসায়ীরা সক্রিয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের আঁধারে রুহুল রাইস মিলের গোডাউনে সরকারি চালের বস্তা গুদামজাত করতে থাকে। পরে স্থানীয়রা ট্রলি সহ চালগুলো আটক করে। স্থানীয় এলাকাবাসী, ট্রলি চালক ও গোডাউন মালিকের (ভাড়া নেওয়া) দাবী চালগুলো মানিক মিয়ার। রুহুল রাইস মিলটি স্থানীয় ব্যবসায়ী আবু সাইদ, আবু তালেব ভাড়া নিয়ে পরিচালনা করেন। ঘটনার সময় তারা কেউ উপস্থিত ছিলেন না।
এব্যাপারে আবু সাইদের পিতা টুনু মিয়া বলেন, আমার ছেলে সাথে কথা হয়েছে, সে জানিয়েছে চালগুলোর মালিক মানিক মিয়া। সে একদিনের কথা বলে চালগুলো রেখেছে। আবু তালেব বলেন, মানিক এসে বললো আমার মিল নিয়ে ঝামেলা, তাই কিছু চাল এক রাতের জন্য তোমার গোডাউনে রাখতে হবে। পরে আমি নিয়ে যাবো। কিন্তু রাতে পুলিশ আসার পর জানতে পারলাম এগুলো সরকারি চাল। ট্রলি চালক সোহাগ বলেন, চালগুলো মানিক মিয়ার। তবে কোথা থেকে চালগুলো আনা হয়েছে সে প্রশ্নের কোন উত্তর দেননি। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদকে অবগত করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান। পরে ৩৮০ বস্তা চাল জব্দ করে গোডাউন সীলগালা করেন। সঠিক তদন্তের মাধ্যমে অসাধু চাল ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে স্থানীয় ও সচেতন মহল। অভিযুক্ত মানিক মিয়া বলেন, চালগুলো আমার না। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

শ্রীবরদী পৌরসাভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি রুহুল রাইস মিলে অবৈধভাবে সরকারি চাল গুদামজাত করা হচ্ছে। পরে গুদামে এসে জিজ্ঞাসা করলে লেবাররা জানায় চালগুলো জিয়াউর রহমান মানিকের নির্দেশে গুদামজাত করা হচ্ছে। পরে লোকজনের উপস্থিতিতে প্রশাসনের লোকজন এসে চালগুলো জব্দ করে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রানী পন্ডিত বলেন, সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে ডিলারদের কাছে চাল বিতরণ করেছি। এ মাসে কোন চাল বিতরণ করা হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত শ্রীবরদী এল.এস.ডি লেখা ৩৮০ বস্তা চাল জব্দ করি। পরে গোডাউনটি সিলগালা করে দেই। চালগুলো স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান কবিরের জিম্মায় রাখা হয়েছে।
