রানা, শ্রীবরদী সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে হাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন এবং বালিজুরী রেঞ্জ অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঐ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এসময় তিনি গারো পাহাড়ে হাতির জন্য অভয় আশ্রম, খাদ্য সহ ক্ষতিগ্রস্থ কৃষকদের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস প্রদান করেন। সভায় হাতি সংরক্ষণের বিভিন্ন দিক ও পরামর্শ তুলে বক্তব্য রাখেন, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, শ্রীবরদী পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মুহাম্মদ আবু সাঈদ, কর্ণঝোড়া বিট কর্মকর্তা আব্দুর রাকিব , শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ। এসময় হাতি সংরক্ষণ সমন্বয় কমিটি ও ইআরটি সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
