খবরটি পড়েছেন : ৭৬
রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী পৌর এলাকায় হেরোইন সেবনরত অবস্থায় এক মাদক সেবীকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ ই জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে শ্রীবরদী থানা পুলিশ পৌর এলাকার মুন্সিপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মরন নেশা হেরোইন সেবনরত অবস্থায় ফতেহপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে চাঁন মিয়াকে আটক করে। পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধৃত চাঁন মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। এ সময়, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ, এস আই হাবিবুল্লাহ খান, এএসআই নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের সি এ ইনসান আলী সহ পুলিশ সদস্য ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
