বুলবুল আহম্মেদ : শেরপুরে হাজীদের নিয়ে পুনর্মিলনী সভা করেছে নিবিড় হজ্ব কাফেলা। ১৯ জুলাই শনিবার দুপুরে স্বপ্নীল কমিউনিটি সেন্টারে এ পুনর্মিলনী সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬ শতাধিক হাজী পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেয়। সভায় সভাপতিত্ব করেন জামিয়া সিদ্দিকীয়া তেরাবাজার মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো: শফিউল আলম চাঁন। এসময় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী।
এসময় অন্যান্যদের মধ্যে নিবিড় হজ্ব কাফেলার স্বত্ত্বাধিকারী মোয়াল্লেম ইয়াছিন খান শফিক, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ.স.ম রেজাউল করিম, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, সাবেক উপাধ্যক্ষ শাহ কামাল, ডা. সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব শামসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুৎফর রহমান বাধল, শেরপুর প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি আবুল হাশিম, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সহ- সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান তাঁরা প্রমুখ বক্তব্য রাখেন।
হাজ্বী পুনর্মিলনী অনুষ্ঠানে সবার উদ্দেশ্য বক্তরা বলেন, আল্লাহর অগনিত নেয়ামত আমরা গ্রহন করি আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড আমরা বাঁচতে পারবো না তাহলে সেই আল্লাহর প্রতি মাথা নত করতে আমাদের এত কৃপনতা কেন। আসুন আমরা সবাই নিয়মিত নামাজ পড়ি,হজ করি, রোজা রাখি এবং যাকাত প্রদান করি। অনুষ্ঠান শেষে উপস্থিত হাজীসহ দেশ ও দেশের মানুষের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মাহবুবুর রহমান।
