বুলবুল আহম্মেদ: পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ লংঘনের দায়ে শেরপুর শহরের ৪ টি যানবাহনকে ২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে ৯টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে শেরীব্রীজ এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা আদায় করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার। জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। এসময় পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

