শেরপুরে মডেল গার্লস কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে মডেল গার্লস কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : শেরপুরে মডেল গার্লস কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২২ জুন রবিবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহবায়ক মো. হযরত আলী।

এসময় তিনি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, তোমাদের আত্মবিশ্বাস ও সাহস নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমরা ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের সততা ও জ্ঞানের আলোয় আলোকিত করে তুলবে এই আশা রাখি। তিনি আরও বলেন, এই কলেজ থেকে যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাবে তাদের প্রত্যেককে এককালীন ১০ হাজার করে অর্থ প্রদান করা হবে। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্যও বৃত্তি প্রদান করা হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক তপন সারওয়ার ও রেজওয়ানুল হক পনির, কলেজের সহকারী অধ্যাপক মাসুদ হাসান বাদল, সহকারী অধ্যাপক মিতালী রাণী বাগচি প্রমুখ।

পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী, পরীক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *