নিজস্ব প্রতিনিধি:
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শনিবার বিকালে শহরের নাগপাড়ায় শেরপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: সামা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম মাসুদ।
এসময় তিনি বলেন, আগামী দিনে আপনাদের ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে চিকিৎসা, শিক্ষাখাতে উন্নয়ন, সমাজে যারা হতদরিদ্র পরিবারে রয়েছে তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।
জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, কামরুল হাসান সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা আরো বলেন, শেরপুরের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা মাসুদ ভাইয়ের কাছে নিরাপদ এবং মাসুদ ভাইকে আপনারা সব সময় পাশে পান, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মাসুদ ভাইকে বিজয়ী করবেন।
