শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জুনিয়র ক্লাব’-এর শুভ উদ্বোধন

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জুনিয়র ক্লাব’-এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া পূর্ব ফকির পাড়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সামাজিক সংগঠন ‘জুনিয়র ক্লাব’-এর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় ক্লাব প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুনিয়র ক্লাব এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম সাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন।

এসময় তিনি বলেন, “তরুণরাই একটি দেশ ও সমাজের প্রাণশক্তি। ২০১২ সালে স্থাপিত এই “জুনিয়র ক্লাব” দীর্ঘ সময় ধরে এলাকার যুবকদের ঐক্যবদ্ধ করে রেখেছে। বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, অনলাইন গ্যাম্বলিং এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কাজের কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি, এই ক্লাবের সদস্যরা নিজেদের মেধা ও শ্রম দিয়ে পাকুড়িয়া ফকির পাড়া এলাকাকে একটি আদর্শ ও শান্তিময় হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। আর্তমানবতার সেবা ও সামাজিক উন্নয়নে জুনিয়র ক্লাব হবে এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মো: শওকত জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, সদর থানা শ্রমিক দল এর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৬নং পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য শাহ্ মো: আসাদুজ্জামাল হুমায়ুন, ৬নং পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: মামুনুর রহমান ফকির, পাকুড়িয়া পূর্ব ফকির পাড়া জামে মসজিদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান সোহাগ ফকির প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো: মামুন মিয়া ও মো: আমজাদ হোসেন আলিম। এসময় জুনিয়র ক্লাব এর সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্লাবের সকল স্তরের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ক্লাবের ভবিষ্যৎ সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *