শেরপুরে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বুলবুল আহম্মেদ : শেরপুরে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে, মালিক, চালক ও হেলপারদের নিয়ে জেলা ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনালে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
কর্মশালায় চালক ও হেলপারদের সবসময় সতর্ক থেকে গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা। যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখাসহ ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর জন্য নিরুৎসাহিত করা হয়। এছাড়াও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
টিআই (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি কাকন রেজাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ জেলার বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *