শেরপুরে নয়ানী বাজারে বাঁশ শিল্প ও প্লাস্টিকের দড়ির গোডাউনে অগ্নিকাণ্ড

শেরপুরে নয়ানী বাজারে বাঁশ শিল্প ও প্লাস্টিকের দড়ির গোডাউনে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা শহরের নয়ানী বাজারে এক অগ্নিকাণ্ডে বাঁশ শিল্প ও প্লাস্টিকের দড়ির গোডাউন পুড়ে মালামাল ভস্মীভূত হয়েছে। এতে ওই দুটি গোডাউনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। ৫ জুন বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শেরপুর চেম্বার অব কমার্স অফিসের পাশে চাল হাটির ভেতরে এ আগুন লাগে। ওই সময় বাজারে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেরপুর শহরস্থ কালিবাজারে জনৈক জুয়েল (৩৫), পিতা- আনোয়ার, সাং- নয়আনী বাজার এর ফারহিন এন্টারপ্রাইজ নামীয় এর সুতা, দড়ির গোডাউনে ও জয়নাল (৪৫), পিতা- নাছির উদ্দিন, সাং- গণইবড়ুয়া, উভয় থানা ও জেলা- শেরপুর এর বাঁশের তৈরী পণ্যের দোকানে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ডিসি অফিসের গেটের সামনে চাল হাটির ভেতর থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা বের হতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আব্দুল কাদের বলেন, আগুনে দুটি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গোডাউনে প্লাস্টিকের নেট, পাটের রশি, বাঁশের তৈরি আসবাবপত্র, ঝাড়ু ও মাটির তৈরি হাঁড়ি-পাতিল সংরক্ষণ করা হয়েছিল। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো জানা যায়নি। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *