ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি বুধবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই টুর্নামেন্ট শেরপুর অ্যাকটিভ বয়েজকে হারিয়ে ঝিনাইগাতী উপজেলা দল চ্যাম্পিয়ন হয়।
খেলার শুরুতে প্রথমে ব্যাট করে ১৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৯ রান করতে সমর্থ হয় অ্যাকটিভ বয়েজ দল। জবাবে ৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঝিনাইগাতী উপজেলা দল।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, শেরপুর সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. মেহেদী, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্যিতা রাণী ভৌমিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
