নিজস্ব প্রতিবেদক: শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট সোমবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ নেয় শেরপুর একাদশ বনাম শেরপুর সেনা ক্যাম্প একাদশ।
খেলায় উভয় দল গোলশূন্য ড্র করায় দু’দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ।

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাইদুল হাসান শুভ।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক রফিক মজিদ, মো. শওকত হোসেন, জেলা রেফারী এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খন্দকার মো. আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
