নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে শেরপুর সদর ১ আসনে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। ইতোমধ্যে প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
শেরপুর-১ আসনে নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: হাফেজ রাশেদুল ইসলাম, লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো: মাহমুদুল হক মনি, মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মো: শফিকুল ইসলাম মাসুদ, কাপ-পিরিচ প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মো: ইলিয়াস উদ্দিন।

শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে শেরপুর-১ আসনটি গঠিত।এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৪ শত ৮৮ জন।

দীর্ঘ সময় শেরপুর সদর আসনটি দখলে রেখেছিলো আওয়ামী লীগ। বিগত সরকারের আমলে শেরপুর সদর আসনে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেললাইন না হওয়ায় এই আসনটি উন্নয়ন বঞ্চিত হয়েছে বলে জানান সাধারণ ভোটাররা।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি’র ধানের শীষের এমপি পদপ্রার্থী হলেন- শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম বয়সী প্রার্থী ছিলেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
এছাড়াও মাঠে শক্ত অবস্থানে রয়েছে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, শেরপুর সদর ১ আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
ভোটাররা জানান, যিনি সৎ ও যোগ্য প্রার্থী, যার মাধ্যমে শেরপুরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেললাইন সহ বিভিন্ন উন্নয়ন হবে তাকেই আগামী ১২ ই ফেব্রুয়ারি তাদের ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করবেন ভোটাররা।
