শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আনোয়ার জাহিদ

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আনোয়ার জাহিদ

শ্রীবরদী প্রতিনিধি :

শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ। ১৯ শে অক্টোবর রবিবার দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আনোয়ার জাহিদের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার আমিনুল ইসলাম।

রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো আমিনুল ইসলাম।

সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ক্রমান্বয়ে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
সভায় পুলিশ সুপার মহোদয় সেপ্টেম্বর২০২৫ খ্রিঃ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের ০৮ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম, শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ, জেলা গোয়েন্দা ডিবির ওসি রেজাউল ইসলাম খান, ঝিনাইগাতী থানার ওসি আল আমিন, নালিতাবাড়ি থানার ওসি সোহেল রানা সহ ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *