প্রেসক্লাব চত্বরে মাদক কেনাবেচা করতে এসে ধরা, ৩ মাসের জেল

প্রেসক্লাব চত্বরে মাদক কেনাবেচা করতে এসে ধরা, ৩ মাসের জেল

স্টাফ রিপোর্টার :প্রেসক্লাব চত্বরে এলাকায় ইয়াবা কেনাবেচা করতে এসে স্থানীয় যুবক ও সংবাদকর্মীদের চোখে ধরা পড়ে দুই মাদক কারবারী। তবে এদের একজন পালিয়ে যেতে পারলেও অপরজন ধরা খায় হাতেনাতে। এরপর পুলিশ গড়িয়ে যুবককে তোলা হয় ভ্রাম্যমাণ আদালতের কাঠগড়ায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান আশরাফুল (২৩) নামে ওই মাদক সেবনকারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন। বুধবার (১৮ জুন) শেরপুরের নালিতাবাড়ীতে পৌর শহরের শহীদ মিনার প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহীদ মিনার প্রেসক্লাব স্থাপিত সিসি ক্যামেরা থাকা সত্বেও উত্তর বাজার এলাকার প্রদীপ ধোপার ছেলে সজীব বাঘবেড় এলাকার আশরাফুলের কাছে ইয়াবা বিক্রি করে। এসময় স্থানীয় অপর যুবক বিষয়টি দেখে সংবাদকর্মীদের জানালে তারা ইয়াবাসহ সেনকারী আশরাফুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে দেহ তল্লাসী করে এক পিস ইয়াবা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আশরাফুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। তবে এর আগেই দ্রুত সটকে পড়ে ধোপা প্রদীপ এর ছেলে সজীব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *