অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানের মতো পঞ্চগড়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ পঞ্চগড় আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে যান শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তারা এক দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ শিক্ষক নেতারা।

বক্তারা বলেন, ১০ থেকে ১৫ বছর ধরে বিনা বেতনে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দিয়ে যাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকরা। জেলার ২৪টি বিদ্যালয়ের আবেদন নেওয়া হলেও আশ্বাসে আশ্বাসে কেটে যাচ্ছে বছরের পর বছর। কিন্তু এখনও এমপিওভুক্তির দেখা মেলেনি।
এমপিওভুক্ত না হওয়ায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন বলেও দাবি করেন তাঁরা। এক দফা দাবি মেনে নিয়ে দেশের এক হাজার ৭৭২টি প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানান বক্তারা।
