তাসকিন তাণ্ডবে বাংলাদেশের জয়||সত্যবয়ান

তাসকিন তাণ্ডবে বাংলাদেশের জয়||সত্যবয়ান

ক্রীড়া প্রতিবেদক|| তাসকিন আহমেদের প্রথম দুই বলেই নেদারল্যান্ডস হারায় দুই উইকেট। চতুর্থ ওভারে জোড়া আঘাত ডাচ ব্যাটিং লাইনে। দুই ব্যাটসম্যান রান আউট। ষষ্ঠ ওভারে ইয়াসির আলী রাব্বি কলিন অ্যাকারম্যানের ক্যাচ না ফসকালে পাওয়ার প্লে শেষে বাংলাদেশ পেতো ৫ উইকেট।

১৪৬ রানের লক্ষে রানতাড়া করতে নেমে দ্রুত চার উইকেট খোয়ানোর পর কলিন অ্যাকারম্যান আর স্কট অ্যাডওয়ার্ডস মিলে জুটি দাঁড় করিয়ে ফেলেছিলেন। তাতে বাংলাদেশও পড়ে গিয়েছিল খানিকটা অস্বস্তিতে। গত রাতেও যে দ্রুত চার উইকেট খোয়ানোর পর পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছিল ভারত, সে স্মৃতিটা তো এখনো তরতাজাই!

তবে সেই অস্বস্তি থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছেন সাকিব আল হাসান। নেদারল্যান্ডস অধিনায়ক অ্যাডওয়ার্ডসকে ফিরিয়েছেন তিনি। এনে দিয়েছেন বহু আকাঙ্ক্ষিত ‘ব্রেক থ্রু’টা।

শেষ ওভারে আবারও জোড়া আঘাত হানলেন তাসকিন আহমেদ। শারিজ আহমেদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নিলেন তিনি ১৭তম ওভারে। কলিন অ্যাকারম্যানকে ৬২ রানে মাঠছাড়া করেন। প্রথম ওভারে পরপর দুই বলে উইকেট নেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২০ ওভারে ১৪৪/৮ (আফিফ ৩৮, শান্ত ২৫, মোসাদ্দেক ২০*; ফন মিকারেন ২/২০, ডি লিড ২/২৯)
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৫/ (লক্ষ্য ১৪৫ রান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *