স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা, কামারিয়া ও রৌহা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী উচ্চ বিদ্যালয় মাঠে ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী। তিনি তার বক্তৃতায় বলেন, আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি এ দেশে আমরা অন্যায় করবনা এবং দুর্নীতি কাউকে করতে দিবনা। তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের আতংক একটাই দেশ নায়ক তারেক রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি বলেন, আমি শেরপুরের মানুষের জন্য কাজ করে যাচ্ছি এ কাজ চলমান আছে এবং থাকবে। যদি আমি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাই তবে আপনারা আমাকে একটি বার সুযোগ দিয়ে দেখবেন আমি শেরপুরের উন্নয়ন করতে পারি কিনা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ।
এসময় ভাতশালা, কামারিয়া ও রৌহা ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সবার মাঝে ছিল উৎসাহ, উদ্দীপনা ও আন্দোলনের জন্য নতুন প্রত্যয়।
অপরদিকে বক্তারা বর্তমান সরকারের দুঃশাসন, গণতন্ত্রহীনতা ও নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে ধরে বলেন, দেশের জনগণ আজ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তাঁরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদারের আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন।
