আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরে ওই মিছিল হয়।

মিছিলটি শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেরপুর সরকারি কলেজের লিচুতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. মামুনুর রহমান বলেন, ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশের স্থিতিশীলতা সহ্য করতে পারে না। এরই ধারাবাহিকতায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। ভারতের অধিকাংশ গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার বন্ধ করতে হবে। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি। সমাবেশে জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *