স্টাফ রিপোর্টার :বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা উপজেলার বারইকান্দি গ্রামের নবম শ্রেণির ছাত্র শাকিল (১৬) এর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, এ ঘটনাকে ভিন্নখাতে নিবেননা। এ ঘটনাকে নিয়ে রাজনীতি করবেন না। শাকিল ও তার পরিবারের লোকজন নীরিহ। তারা কোন রাজনীতি করেননা।
এদিকে এ ঘটনাকে ভিন্নখাতে না নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন, নকলা উপজেলা বিএনপি। গত ১৭ জুন ২০২৫ ইং তারিখে নকলা উপজেলার ১নং গনপদ্দী ইউনিয়নের বারইকান্দি গ্রামে নবম শ্রেণির ছাত্র শাকিল (১৬) এর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

২৪ জুন রাতে নকলা উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো: মাহমুদুল হক দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকিল একজন সাধারণ স্কুলছাত্র এবং তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। অথচ তাকে নির্মমভাবে হামলার শিকার করা হয়েছে, যাতে তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল, বিশেষ করে আওয়ামী লীগ- বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছে। যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শাকিলের ওপর হামলার সাথে বিএনপি বা দলের কোনো অঙ্গ/সহযোগী সংগঠনের সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের ষড়যন্ত্র করে আসছে এবং জনমনে মিথ্যা বিভ্রান্তি ছড়ানো সহ বিএনপির উপর দায় চাপানোর ষড়যন্ত্র চালাচ্ছে। শাকিলের ওপর হামলাকে পুঁজি করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।”
বিএনপি এই হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সেই সঙ্গে দলের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধ করার আহ্বান জানানো হয়
