নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল, পাঁচটি ভারতীয় গরু এবং অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ২৪ জন বাংলাদেশি নাগরিকসহ দুই মানবপাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৭ অক্টোবর (সোমবার) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ হালুয়াঘাট উপজেলার জামগড়া সীমান্তসহ শেরপুর জেলার শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার হাতিরকোনা, হাতিবর, চায়নামোড় এবং রামচন্দ্রকুড়া সীমান্ত এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মদ ১৫৫ বোতল, জিলেট ব্লেড ১ লাখ ৪৮ হাজার পিস, জিরা ২৭০ কেজি এবং ৫টি ভারতীয় গরু আটক করা হয়। এছাড়া, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজারি বাগান এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২ জন মানবপাচারকারীসহ মোট ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, ১টি হাতঘড়ি, ১টি পাওয়ার ব্যাংক, নগদ ৫৪হাজার ৪শত টাকা এবং ৪টি সিএনজি জব্দ করা হয়। আটককৃত সব চোরাচালানী মালামাল ও সামগ্রীর মোট সিজার মূল্য ৫৩ লাখ ৪৩ হাজার ৯শ টাকা বলে জানিয়েছে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, তারা ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ কর্মকাণ্ড দমন অভিযানে কঠোর অবস্থান বজায় রাখছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
