শ্রীবরদী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে শ্রীবরদীতে উপজেলা যুবদলের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কৃত রোগীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। ২৮ শে অক্টোবর মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কৃত অর্ধশতাতিক রোগী ও তাদের স্বজনদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মো: আল বেরুনীর নেতৃত্বে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদুল আলম আরজু, হোসাইন, আবু সালেহ, বাধনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
