স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৬ নভেম্বর বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ওই অভিযানের নেতৃত্ব দেন।
এসময় সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামে সোমশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিকের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও সড়ক পরিবহন আইনে বালু পরিবহনের কাজে নিয়োজিত অবৈধ মাহিন্দ্র এবং মোটরসাইকেল চালকের নিকট থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
