শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টার সার্জন ডা. রুনিয়া ইসরাত, শেরপুর ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী।

এসময় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. আল আমিন, কর্মসূচি সংগঠক আল্পনা আক্তার ইতি, কর্মসূচি সংগঠক লিপি, জেলা সমন্বিত চক্ষুসেবা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মো. বানসেদ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, মিডওয়াইফ সহ ব্র্যাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি র্যালি বের হয়।
