শ্রীবরদী প্রতিনিধি:
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে গার্ল গাইড এসোসিয়েশনের উদ্যোগে দু:স্থ গার্ল গাইড শিক্ষার্থী-পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে উপজেলা প্রশাসন শ্রীবরদীর সহায়তায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

গার্ল গাইডস এসোসিয়েশনের কমিশনার শিখা রানী দে’র সভাপতিত্বে ও সম্পাদক মিরা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন। এসময় গার্ল গাইডসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

