শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার : আগামী ২২ আগস্ট শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করেছে শেরপুর আদালতের সিনিয়র সহকারী জজ তাহমিনা আফরোজ তানি। ১১ আগস্ট সোমবার দুপুর ২টার দিকে আদালত এই সিদ্ধান্ত দেয়।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল রোববার আদালতে অন্য প্রকার মামলা নামে এই মামলা দায়ের করেন সাইফুল ইসলাম স্বপন ও হাসেম আহাম্মেদ ছিদ্দিকি। আজ মামলা শুনানি করেন মূল আইনজীবি বিএনপি নেতা আখতারুজ্জামান, সহযোগিতায় ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড. সিরাজুল ইসলাম, বিশেষ পিপি এড. রুবি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, বিএনপি নেতা আতাহার আলী।

মামলার মূল আইজীবী আখতারুজ্জামান জানিয়েছেন সংক্ষুব্ধ বাদী পক্ষ আদালতে অভিযোগ করেন চেম্বারের অধিকাংশ ভোটার ভুয়া, এক নামে একাধিক ভোটারের নাম আছে। আদালত বিষয়টি আমলে নিয়ে আজ এই সংক্রান্ত রায় দেন। রায়ে বিচারক লিখেন ত্রুটি যুক্ত ভোটার তালিকা ঠিক করা না পর্যন্ত ওই নির্বাচনে নিষেধাজ্ঞা থাকবে।

আগামী ২২ তারিখ নির্বাচনে স্থগিত ও চেম্বার সভাপতি আরিফ হোসেন, চেম্বার সচিব হারুণ অর রশিদ, প্রধান নির্বাচন কমিশনার এড. মাহবুব আলম রকিব ও বাছাই কমিটির আহ্বায়ক এড. এম মোরাদুজ্জামানকে ৭ দিনের কারণ দর্শাতে বলা হয়েছে। এতে অন্তত নয় বছর পরে আগামী ২২ আগস্ট চেম্বারের জমজমাট নির্বাচন বন্ধ হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *