শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, মদ ও গরু আটক

শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, মদ ও গরু আটক

শেরপুর জেলার নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, মদ ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী ও হালুয়াঘাট বিওপির টহল দল অভিযান চালায়। এসময় ৪ হাজার ৮২৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৭টি ভারতীয় গরু আটক করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটককৃত চোরাচালানী মালামালের বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *