শেরপুরে সেনা সদস্য ওয়াসিম হত্যা মামলায় গ্রেফতার সংখ্যা দাঁড়ালো ৮

শেরপুরে সেনা সদস্য ওয়াসিম হত্যা মামলায় গ্রেফতার সংখ্যা দাঁড়ালো ৮

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার সদর উপজেলার আলোচিত সেনা সদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলায় ৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে মোঃ রুস্তম আলী (৩৮) নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ। ধৃত মোঃ রুস্তম আলী শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। এনিয়ে নারী ও পুরুষসহ গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৮ জন।

গ্রেফতারকৃত ৮ জনের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হাসান ৩ ডিসেম্বর ময়না মিয়া ও মোঃ বাসেদ মিয়াকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ সোপর্দ করে প্রত্যেককে ৭ দিনের রিমান্ড চেয়েছেন। বিজ্ঞ আদালত আগামী ৯ ডিসেম্বর ওই দুইজনের রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেছেন। অপরদিকে ৪ ডিসেম্বর বুধবার দুপুরে ধৃত আসামী রুস্তম আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছেন বলে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন কোট পুলিশ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান।

সেনা সদস্য ওয়াসিম আকরাম বাংলাদেশ সেনা বাহিনী সিলেটে ৫ বীর ইউনিটে কর্মরত থাকাবস্থায় সে ছুটিতে তার গ্রামের বাড়ি চরশেরপুর নিজপাড়া গ্রামে আসেন। ঘটনার দিন গত ২ ডিসেম্বর সোমবার পূর্ব শত্রুতার জেরধরে একই গোষ্ঠীর জেঠাতো ভাই মাদকসেবী রঞ্জু তাকে ধারালো দা দিয়ে নৃশংসভাবে হত্যা করে। এঘটনায় নারী ও পুরুষসহ গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৮জন এবং তাদের মধ্যে তিনজনের রিমান্ড আবেদন করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *