শেরপুরে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ইউএনও আশরাফুল আলম রাসেল

শেরপুরে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ইউএনও আশরাফুল আলম রাসেল

মুহাম্মদ আবু হেলাল: ২০২৪-২০২৫ অর্থবছরে অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ রক্ষা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলকে শ্রেষ্ঠ সম্মাননা প্রদান করেছেন জেলা প্রশাসন। রবিবার (২৯জুন) বিকেলে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এই পদক প্রদান করেন।

শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার পাওয়ায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল জানান, ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পাওয়ায় প্রত্যেক ব্যক্তির তার কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করে। কাজের স্বীকৃতি প্রত্যেক মানুষের কর্মের স্বীকৃতি। তেমনি প্রত্যেক মানুষেরই খুশি হবার কথা। তাই আমিও খুশি হয়েছি। এই সম্মাননা আমি অবহেলিত ঝিনাইগাতী উপজেলাবাসীকে উৎসর্গ করছি। কেননা এই উপজেলার প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতার কারণে আমি সফল ভাবে প্রতিটি কাজ করে যাচ্ছি। আমার এই অর্জন উপজেলাবাসীদের সার্বিক সহযোগীতার ফসল।

এই সম্মাননা পেয়ে তিনি জেলা প্রশাসন সহ পুরো উপজেলাবাসীকে কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *