শেরপুরে ফ্যামিলি নার্সিং হোম এন্ড ডায়াগনোস্টিক সেন্টার উদ্বোধন

শেরপুরে ফ্যামিলি নার্সিং হোম এন্ড ডায়াগনোস্টিক সেন্টার উদ্বোধন

শেরপুরে ফ্যামিলি নার্সিং হোম এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শেরপুর পৌরসভার বটতলা এলাকার জেলা সদর হাসপাতাল সড়কের পাশে ফ্যামিলি নার্সিং হোম এন্ড ডায়াগনোস্টিক সেন্টার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন ফ্যামিলি নার্সিং হোম এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের চেয়ারম্যান ও শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম শহিদুল ইসলাম।

এসময় তিনি বলেন, “আমরা নির্ভুল রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক সব যন্ত্রপাতিতে বিনিয়োগ করেছি এবং গড়ে তুলেছি অভিজ্ঞ, সহানুভূতিশীল ও সকল বরেণ্য চিকিৎসকের টিম, যাতে রোগীরা সর্বোচ্চ মানের সেবা পায়।

উদ্বোধনকালে শেরপুর প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সহ-সভাপতি আসাদুজ্জামান মোরাদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত জামান রিপন, ফ্যামিলি নার্সিং হোম এন্ড ডায়াগনোস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বাকের স্বাধীন, পরিচালক মোঃ সুজন মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন হাসপাতালের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ফ্যামিলি নার্সিং হোম এর কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ফ্যামিলি নার্সিং হোম এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন তেরা বাজার মসজিদের মোহতামিম আলহাজ্ব মাওলানা আহসান উল্ল্যাহ সিদ্দিক। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *