স্টাফ রিপোর্টার : শেরপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপিতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ লুৎফুল কবীর। ওইসময় জেলা প্রশাসন ও নারী সংগঠনের প্রতিনিধিগনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪ সালে নির্বাচিত জয়িতাদের সম্মাননা দেওয়া হয়।

