নিজস্ব প্রতিনিধি:
সারাদেশের মতো শেরপুরেও প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর রবিবার সকাল ১১টায় পৌর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার হলরুমে ওই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। এই কর্মসূচির মাধ্যমে শেরপুর জেলার শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদান করা হবে, যা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইঁয়া, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. পীযুষ কান্তি সূত্রধর, শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা শিক্ষক সমিতির সভাপতি মুহসীন আলী আকন্দ, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান প্রমুখ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এই টিকাদান কর্মসূচিতে জেলার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস। এর মধ্যে প্রথম সপ্তাহে (১২-৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহে (১৩-৩০ নভেম্বর) কমিউনিটিতে (গ্রাম ও শহরাঞ্চলে) টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়া শেরপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের মোট টিকা কেন্দ্রের সংখ্যা ১ লাখ ৬৮০টি এবং স্থায়ী টিকা কেন্দ্রের সংখ্যা ১ লাখ ৩৫০।
