শেরপুরে জেলা রেজিস্টার ও সদর সাবরেজিস্টার কার্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শেরপুরে জেলা রেজিস্টার ও সদর সাবরেজিস্টার কার্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি: শেরপুরে জেলা রেজিস্টার ও সদর সাবরেজিস্টার কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ১৩ অক্টোবর সোমবার সকালে তিনি ওই পরিদর্শনে যান। ওইসময় তিনি সংশ্লিষ্ট সকলকে সততা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে অফিসের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা রেজিস্টার মো. আনিছুর রহমান, সদর উপজেলা সাবরেজিস্টার খন্দকার মেহবুবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ধানুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। ওইসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ নানা নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *