শেরপুরে জাল টাকাসহ গ্রেফতার ১

শেরপুরে জাল টাকাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা শহরের পৌরসভার খোয়ারপাড় মোড়ে ১২ জুলাই শনিবার দুপুর ১টার দিকে ৮ হাজার জাল টাকাসহ রিপন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত রিপন মিয়া নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসী ভিটা গ্রামের সামসুল হকের ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইবনে আমেজ, সহকারি উপ-পরিদর্শক (এসএসআই) হারুন অর রশীদ ও সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শেরপুর পৌর শহরের খোয়ারপাড় মোড়ে জান্নাত স্টোর নামে একটি মনোহারী দোকানের সম্মুখে অভিযান চালিয়ে জাল টাকা কারবারি রিপন মিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১ হাজার টাকা ২টি জাল নোট এবং ৫শত টাকার ১২টি জাল নোটসহ মোট ৮ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে।

জাল টাকা কারবারি রিপন মিয়া ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে তার এক সহযোগিকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার করে আসছে। এব্যাপারে ডিবি পুলিশ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক/২৫-খ ধারা শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। রোববার দুপুর গ্রেফতারকৃত রিপন মিয়াকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *