শেরপুরে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক জনসভা ও র‌্যালি কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের অস্টমীতলা বাসস্ট্যান্ডে এ জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।
জনসভা ও র‌্যালিতে জেলা, উপজেলা ও পৌর জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শেরপুর পৌর জাকের পার্টির সভাপতি ছামিদুল হক মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাকের পার্টি কেন্দ্রীয় ছাত্রফন্টের সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান অটল,
জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ শামীম আহাম্মেদ প্রমুখ।
জনসভা শেষে দেশের শান্তি, সুখ, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *