শেরপুরে চানাচুর ও সেমাই প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান পরিচালিত হয়েছে। ৩০ জুন সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর শহরের দুর্গা নায়ায়ণপুর এলাকায় একটি চানাচুর ও সেমাই প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান চালোনা হয়। ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান পরিচালনা করেন শেরপুর সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল দাস সহ আরো অনেকে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শাহজাদা ফুড নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, সেমাই, ভাজা বুট ইত্যাদি প্রস্তুত করার অপরাধে ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় সহ অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতকৃত চানাচুর, ভাজা বুট বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন, শেরপুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শেরপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

অবৈধ শিল্প কারখানার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানানো হয়।
