শেরপুরে খেলার মাঠ পরিস্কারকরণ এবং সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে খেলার মাঠ পরিস্কারকরণ এবং সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে তারুণ্যের  উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তরুণদের অংশগ্রহণে জিরো ওয়েস্ট ব্রিগ্রেড এর মাধ্যমে খেলার মাঠ পরিস্কারকরণ এবং সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতা ও বাছাই-২০২৫ এর খেলার মাঠ পরিস্কারকরণ এবং সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।

এছাড়াও শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, পরিদর্শক সুশীল কুমার দাস, সেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন সহ পরিবেশ অধিদপ্তরের কর্মচারীগণ  আজকের তারুণ্যের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *