স্টাফ রিপোর্টার :শেরপুরে অভ্যন্তরীন দ্বন্দ্বে আলতাফ হোসেন (৫৫) কে কুপিয়ে জখম করেছে আলামিন মিয়া গংরা। এঘটনায় গুরুতর জখম অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আলতাফ হোসেন। এ ঘটনায় আলতাফ হোসেন এর মেয়ে সুইটি বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলামিন গংদের সাথে আলতাফ হোসেনের দ্বন্দ্ব চলে আসতেছিলো। এরই ঘটনার জের ধরে আলামিন গংদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সে মামলা তুলে নিতে বাদীকে বার বার হুমকি দিতে থাকেন আলামিন গংরা। পরবর্তী বাদী পূণরায় তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে আরো ক্ষিপ্ত হন আলামিন গংরা। পরে গত ২৪ জুলাই রাত আনুমানিক ১ টার দিকে আলতাফ হোসেনের মৃত্যু নিশ্চিত করতে আলামিন গংরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরাও হাসপাতালে ছুঁটে আসেন। ঘটনাটি ঘটানোর পর থেকেও আলামিন গংরা নিরিহ আলতাফ হোসেনের পরিবারকে নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছেন বলে এমনটাই জানানো হয়।

