শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে উন্নতির গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরের (পুরাতন) প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এ আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. টি. এম. ফয়জুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে বক্তারা বলেন, দেশীয় জাতের প্রাণিসম্পদ উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির প্রয়োগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করছে। এর আগে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে অতিথিগণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল, ভেড়া এবং বিভিন্ন আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শন করা হয়।
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানকে ধারণ করে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম তুলে ধরা হয়।

এবারের প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে ৩২টি স্টল বসে। প্রদর্শনী দেখতে উপজেলার নানা শ্রেণিপেশার মানুষ ভিড় জমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *