খবরটি পড়েছেন : ২১৪
স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও সদর উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভিজিএফের চাল বিক্রির ভাগাভাগির টাকা নেয়ার এক ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আজ ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের সূর্যদি বাজারে এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ ও এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে আসা এলাকাবাসী ট্যাগ অফিসার মোঃ আনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে খাদেমের যোগসাজশে ইউনিয়নের সরকারি ভিজিএফ এর বরাদ্দকৃত চাল দুঃস্থ অসহায়দের মাঝে আংশিক বিতরণ করে বাকি চাল কালো বাজারে ট্যাগ অফিসার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিক্রি করে টাকা ভাগাভাগি করে। এসময় ঐ টাকা ট্যাগ অফিসার আনোয়ার হোসেন নেওয়ার সময় সিসি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপকভাবে শেরপুর জেলা শহরে টক অব দা টাউনে পরিণত হয়। এ ঘটনায় অভিযুক্ত ট্যাগ অফিসার মোঃ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন ইউএনও স্যার যেভাবে নির্ধারণ করে দেন তা আমরা সেই ভাবে বিতরণ করে থাকি। এছাড়াও তিনি আরও বলেন আমার নামে যে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে তা আমি না। এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে খাদেমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিকদের কাছে অসুস্থ জানিয়ে ফোনের সংযোগ কেটে দেন। অপরদিকে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন লিখিত অভিযোগ পেলে ট্যাগ অফিসার মোঃ আনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে খাদেমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি এমনটাই জানান।
