স্টাফ রিপোর্টার :শেরপুরে আলোচিত মুদি ব্যবসায়ী মোতালেব হাজি হত্যাকান্ডের ২২ দিন পেরিয়ে গেলেও হত্যাকান্ডের কোন কুল কিনারা না হওয়ায় এবং পুলিশের নিরব ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার।
২৫ অক্টোবর দুপুরে শহরের নিউমার্কেটস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনিস্টিউটের হলরুমে সংবাদ সম্মেলনে নিহতের ছেলে নিরব রহমান সাজিব লিখিত বক্তব্যে বলেন, আমার বাবার সাথে প্রধান সন্দেহভাজন চন্দন তেওয়ারী ঠাকুর ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে, এর সাথে জড়িত বিমল হরিজন,মুক্তা, ও জনি নামে চারজন সরাসরি জড়িত বলে আমরা মনে করি। প্রাথমিক ভাবে ধারনা করছি এদের ৪ জনকে আটক করলেই হত্যাকান্ডের মুল ঘটনা বের হয়ে আসবে। তাছাড়া আমার বাবার মৃতদেহের বুকে আঘাতের চিহ্ন রয়েছে এবং যে ডোবায় লাশ পাওয়া গেছে সেখানে হরিজন পল্লির মুল গেইট ছাড়া প্রবেশ করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন শুরু থেকেই একটি প্রভাবশালী মহল মামলাটি ভিন্নখাতে প্রবাহিত কারার চেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে নিহতের ছেলে সাজিব সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি যুবাইদুল আলম জানান, ঘটনাটি তদন্তাধীন আছে ময়নাতদন্তের রিপোর্টের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

